jugantor
ছাত্রলীগের অপকর্মে আ\'লীগের ইমেজ নষ্ট হচ্ছে : যোগাযোগমন্ত্রী

  ঢাকা ১৫ জুন :  

১৫ জুন ২০১৪, ১৭:১৬:৫৫  | 

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর অপকর্মের কারণে দেশে-বিদেশে আওয়ামী লীগের ইমেজ নষ্ট হচ্ছে। তারা নানা অপকর্ম করে বেড়াচ্ছে।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটরিয়ামে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 মন্ত্রী বলেন, চাঁদাবাজরা ভবিষ্যতে কখনো নেতা হতে পারে না। আজকের ছাত্রনেতা আগামী দিনের ভবিষ্যৎ লিডার। ছাত্রনেতা যদি ছাত্রজীবনে চাঁদাবাজি, অস্ত্রবাজি করে বেড়ায় ভবিষ্যতে তার কোথাও ঠাঁই হবে না।
মন্ত্রী বলেন, দেশে-বিদেশে আমাদের ইমেজ সংকটে পড়তে হয়। এর একমাত্র কারণ আমাদের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অপকর্ম। গুটিকয়েক ছাত্রনেতা দলের মাঝে থেকে নিজেদের স্বার্থে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এগুলো দলের আগাছা। দলকে বাঁচাতে হলে আগাছা পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, আগামী ১৭ জুন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেডের সঙ্গে পদ্মা সেতু নির্মাণ সংক্রান্ত চুক্তি সম্পাদিত হবে। চলতি মাসেই কার্যক্রম শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কম্পানিটি সেতু নির্মাণের যন্ত্রপাতি নিয়ে এসেছে।
ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক ওমর শরীফ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন।
 

সাবমিট

ছাত্রলীগের অপকর্মে আ\'লীগের ইমেজ নষ্ট হচ্ছে : যোগাযোগমন্ত্রী

 ঢাকা ১৫ জুন :  
১৫ জুন ২০১৪, ০৫:১৬ পিএম  | 

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর অপকর্মের কারণে দেশে-বিদেশে আওয়ামী লীগের ইমেজ নষ্ট হচ্ছে। তারা নানা অপকর্ম করে বেড়াচ্ছে।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটরিয়ামে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 মন্ত্রী বলেন, চাঁদাবাজরা ভবিষ্যতে কখনো নেতা হতে পারে না। আজকের ছাত্রনেতা আগামী দিনের ভবিষ্যৎ লিডার। ছাত্রনেতা যদি ছাত্রজীবনে চাঁদাবাজি, অস্ত্রবাজি করে বেড়ায় ভবিষ্যতে তার কোথাও ঠাঁই হবে না।
মন্ত্রী বলেন, দেশে-বিদেশে আমাদের ইমেজ সংকটে পড়তে হয়। এর একমাত্র কারণ আমাদের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অপকর্ম। গুটিকয়েক ছাত্রনেতা দলের মাঝে থেকে নিজেদের স্বার্থে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এগুলো দলের আগাছা। দলকে বাঁচাতে হলে আগাছা পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, আগামী ১৭ জুন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেডের সঙ্গে পদ্মা সেতু নির্মাণ সংক্রান্ত চুক্তি সম্পাদিত হবে। চলতি মাসেই কার্যক্রম শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কম্পানিটি সেতু নির্মাণের যন্ত্রপাতি নিয়ে এসেছে।
ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক ওমর শরীফ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র