ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে ছাত্রদের এবং বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চলবে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সোমবার রাত আটটার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনার পর উপাচার্যের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বলেন, সোমবার রাত ৮টার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত পর উপাচার্যের সভাপতিত্বে সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চলবে।
রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, চুয়েট নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে ছাত্রদের এবং বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চলবে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সোমবার রাত আটটার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনার পর উপাচার্যের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বলেন, সোমবার রাত ৮টার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত পর উপাচার্যের সভাপতিত্বে সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চলবে।
রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, চুয়েট নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।