jugantor
কারমাইকেলে এইচএসসি ভর্তি বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

  রংপুর, ২৯ জুন:  

২৯ জুন ২০১৪, ১৮:৩১:২৬  | 

কারমাইকেল কলেজে এইচএসসি ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। রোববার বেলা ১১ টায় নগরীর বেতপট্টিতে জনতা ব্যাংক কর্পোরেট শাখায় গিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। নিজেদের লোকদের ভর্তির জন্য ছাত্রলীগ নেতারা ভর্তি বন্ধ করে দেয়।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা জানান, রোববার ভর্তির শেষ দিনে সকাল ১০টায় ভর্তির জন্য একটি অপেক্ষমান তালিকা প্রকাশ করে ব্যাংক। হঠাৎ করে বেলা ১১টার দিকে কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতারা ব্যাংকে প্রবেশ করে এবং ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থীকে বের করে ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে ব্যাংক কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়।
এসময় ছাত্রলীগ নেতারা যাদের কাছ থেকে আগে থেকেই ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন তাদেরকে ভর্তির জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চাপ দিতে থাকে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ নিয়মের বাইরে না যেতে চাইলে তাদের সাথে হট্টগোল হয়। পরে কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। ইতোমধ্যেই কলেজ থেকে ভর্তি কমিটির শিক্ষকরা ব্যাংকে আসেন।
এ ব্যপারে কারমাইকেল কলেজে অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা বিনতে বানু জানান, ভর্তি শেষ দিনে আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত একটি অপেক্ষমান তালিকা থেকে ভর্তির কথা ছিল। আর একটি ২টা থেকে ৪টা পর্যন্ত টাঙ্গানোর কথা। কিন্তু কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে বিশৃঙ্খলা করায় ভর্তি কার্যক্রম বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেখানে ভর্তি কমিটির লোকজনকে পাঠিয়েছি। তবে বিশৃঙ্খলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী কিনা এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান তিনি।

সাবমিট

কারমাইকেলে এইচএসসি ভর্তি বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

 রংপুর, ২৯ জুন: 
২৯ জুন ২০১৪, ০৬:৩১ পিএম  | 

কারমাইকেল কলেজে এইচএসসি ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। রোববার বেলা ১১ টায় নগরীর বেতপট্টিতে জনতা ব্যাংক কর্পোরেট শাখায় গিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। নিজেদের লোকদের ভর্তির জন্য ছাত্রলীগ নেতারা ভর্তি বন্ধ করে দেয়।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা জানান, রোববার ভর্তির শেষ দিনে সকাল ১০টায় ভর্তির জন্য একটি অপেক্ষমান তালিকা প্রকাশ করে ব্যাংক। হঠাৎ করে বেলা ১১টার দিকে কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতারা ব্যাংকে প্রবেশ করে এবং ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থীকে বের করে ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে ব্যাংক কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়।
এসময় ছাত্রলীগ নেতারা যাদের কাছ থেকে আগে থেকেই ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন তাদেরকে ভর্তির জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চাপ দিতে থাকে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ নিয়মের বাইরে না যেতে চাইলে তাদের সাথে হট্টগোল হয়। পরে কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। ইতোমধ্যেই কলেজ থেকে ভর্তি কমিটির শিক্ষকরা ব্যাংকে আসেন।
এ ব্যপারে কারমাইকেল কলেজে অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা বিনতে বানু জানান, ভর্তি শেষ দিনে আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত একটি অপেক্ষমান তালিকা থেকে ভর্তির কথা ছিল। আর একটি ২টা থেকে ৪টা পর্যন্ত টাঙ্গানোর কথা। কিন্তু কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে বিশৃঙ্খলা করায় ভর্তি কার্যক্রম বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেখানে ভর্তি কমিটির লোকজনকে পাঠিয়েছি। তবে বিশৃঙ্খলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী কিনা এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান তিনি।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র