jugantor
সিলেটে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষে আহত ৫

  সিলেট ব্যুরো  

২০ আগস্ট ২০১৩, ০০:০০:০০  | 

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে নগরীর বাগবাড়ি শামীমাবাদ এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুরে ছাত্রদলের জিহানের নেতৃত্বে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগ ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় ছাত্রলীগ নেতা সাগরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলকে ধাওয়া করে। এ নিয়ে শুরু হয় সংঘর্ষ। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। আহতদের নাম জানা যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পরপরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ সূত্র জানায়, ক্যাম্পাসে ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হবে। অন্যদিকে ছাত্রদলের দাবি ক্যাম্পাস তাদের কেউ বহিরাগত নয়। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ নাসির উদ্দিন বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক

রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


 

সাবমিট

সিলেটে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষে আহত ৫

 সিলেট ব্যুরো 
২০ আগস্ট ২০১৩, ১২:০০ এএম  | 

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে নগরীর বাগবাড়ি শামীমাবাদ এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুরে ছাত্রদলের জিহানের নেতৃত্বে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগ ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় ছাত্রলীগ নেতা সাগরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলকে ধাওয়া করে। এ নিয়ে শুরু হয় সংঘর্ষ। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। আহতদের নাম জানা যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পরপরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ সূত্র জানায়, ক্যাম্পাসে ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হবে। অন্যদিকে ছাত্রদলের দাবি ক্যাম্পাস তাদের কেউ বহিরাগত নয়। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ নাসির উদ্দিন বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক

রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র