jugantor
দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয় পত্র

  সনজিত পাল  

১৩ জুলাই ২০১৩, ০০:০০:০০  | 

সহকারী শিক্ষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল, ঢাকা

উপসর্গ

১। শব্দের আগে বসে কোনটি?

ক. অনুসর্গ খ. উপসর্গ

গ. প্রত্যয় ঘ. বিভক্তি

২। কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত?

ক. রাম, সু, পরি খ. বি, নি, দূর

গ. সু, বি, নি, আ ঘ. নি, অব, সু

৩। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ১৮টি খ. ১৯টি গ. ২০টি ঘ. ২১টি

৪। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ক. অজ খ. পরা গ. অণু ঘ. উপ

৫। ‘নিখুঁত’ শব্দে ‘নি’ কোন প্রকার উপসর্গ?

ক. অর্ধ-তৎসম খ. বিদেশী

গ. সংস্কৃত ঘ. খাঁটি বাংলা

৬। উপসর্গের কাজ কি?

ক. বর্ণসংস্করণ খ. যতি সংস্থাপন

গ. নতুন শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৭। কোনটি বাংলা উপসর্গ?

ক. আধ খ. উৎ গ. নিম ঘ. আব্

৮। ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?

ক. হিন্দি খ. তৎসম

গ. আরবি ঘ. খাঁটি বাংলা

৯। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে কার?

ক. উপসর্গ খ. সন্ধি গ. সমাজ ঘ. কারক

১০। ‘বর’ কোন শ্রেণির উপসর্গ?

ক. ইংরেজি খ. তৎসম

গ. খাঁটি বাংলা ঘ. বিদেশী

১১। ‘বেতার’ শব্দটির ‘বে’ উপসর্গটি কোন ধরনের?

ক. ফারসি খ. আরবি গ. হিন্দি ঘ. তৎসম

১২। ‘সুনিপুণ’ শব্দে সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. আতিশয্য খ. বিশেষ

গ. অতিশয় ঘ. নিশ্চয়

১৩। নিচের কোনটিতে বিক্ষিপ্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. সরব খ. আবছায়া

গ. আড়গড়া ঘ. আনমনা

১৪। ‘অনুকার’ শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. পশ্চাৎ খ. বিপরীত গ. বিকৃত ঘ. সাদৃশ্য

১৫। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণীর উপসর্গ?

ক. ফারসি খ. উর্দু গ. হিন্দি ঘ. আরবি

১৬। খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা শব্দের কোন স্থানে যুক্ত হয়?

ক. মাঝে খ. পূর্বে

গ. পরে ঘ. উপরের কোনটিই নয়

১৭। ফারসি ভাষার উপসর্গ কোনটি?

ক. কম খ. উৎ গ. উন ঘ. সু

১৮। ‘ই’ কারান্ত ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে কি হয়?

ক. ‘স’ হয় খ. ‘উ’ হয়

গ. ‘ষ’ হয় ঘ. ‘ই’ হয়

১৯। নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি?

ক. সুগম হুখ. লবণ

গ. নিখুঁত ঘ. সুখবর

২০। ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের নিচের কোনটি সঠিক অর্থ নয়?

ক. চতুর্দিক খ. গণ্ডিবদ্ধ

গ. সম্যকরূপে ঘ. শেষ

২১। ‘অবকাশ’ শব্দের ‘অব’ উপসর্গটি কোন উপসর্গ?

ক. বিদেশী খ. বাংলা গ. সংস্কৃত ঘ. দেশী

২২। তৎসম উপসর্গ কয়টি?

ক. ২১টি খ. ২০টি গ. ১৯টি ঘ. ১৫টি

২৩। ‘হাভাতে’ শব্দের অর্থ কি?

ক. পেটুক খ. দরিদ্র

গ. কঞ্জুস ঘ. ভাতের অভাব

২৪। ‘দুর্নাম’ শব্দটি কোন উপসর্গ?

ক. তৎসম খ. খাঁটি বাংলা

গ. বিদেশী ঘ. কোনটিই না

২৫। কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম- এগুলো কোন ধরনের উপসর্গ?

ক. সংস্কৃত উপসর্গ খ. ক ও গ

গ. বিদেশী উপসর্গ ঘ. খাঁটি বাংলা উপসর্গ

ভূগোল

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

* কোন দ্রাঘিমা রেখা ইউরোপের প্রায় মধ্য ভাগ দিয়ে অতিক্রম করেছে? - ২০হ্ন পূর্ব।

* কোন অক্ষরেখা ইউরোপের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে? - ৫৫হ্ন উত্তর।

* কোন পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে? - ইউরাল পর্বত।

* আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশের স্থান পৃথিবীতে? - তৃতীয়।

* আয়তনে ইউরোপ এশিয়ার কত অংশ?

- ০.২৪ অংশ ছোট

* ইউরোপের তটরেখার দৈর্ঘ্য কত?

- ৪১,২০৪ কিলোমিটার।

* ইউরোপের - বর্গ কি. মি’র ১ কি. মি. তটরেখা রয়েছে? - ২৪২ ব. কি. মি.।

* ইউরোপের আয়তন কত?

- ২,৩১,৭২,৫১৫ ব. কি. মি.।

* ভূ-প্রাকৃতিক গঠন অনুসারে ইউরোপকে ভাগ করা যায়-। - চার ভাগে।

* ইউরোপের সর্বোচ্চ পর্বত-। - আল্পস।

* যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বেন নেভিসের উচ্চতা কত? - ১,৩৪৪ মিটার।

* পৃথিবীর বৃহত্তম সমভূমি কোন মহাদেশে অবস্থিত? - ইউরোপ মহাদেশে।

* আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

- মাউন্ট ব্ল্যাঙ্ক

* ইউরোপ কোন মণ্ডলে অবস্থিত?

- নাতিশীতোষ্ণ

* কার্পেথিয়ান পর্বত ও দিনারিক পর্বতের মধ্যে কোন সমভূমি অবস্থিত? - হাঙ্গেরী।

* ইউরোপকে - জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়? - চারটি।

* বছরে প্রায় নয় মাস ভূমি বরফাবৃত থাকে - অঞ্চলে। - তন্দ্রা জলবায়ু।

* পৃথিবীর শীতলতম স্থানের নাম -

- ভারখয়ানস্ক।


 

সাবমিট

দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয় পত্র
 সনজিত পাল 
১৩ জুলাই ২০১৩, ১২:০০ এএম  | 

সহকারী শিক্ষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল, ঢাকা

উপসর্গ

১। শব্দের আগে বসে কোনটি?

ক. অনুসর্গ খ. উপসর্গ

গ. প্রত্যয় ঘ. বিভক্তি

২। কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত?

ক. রাম, সু, পরি খ. বি, নি, দূর

গ. সু, বি, নি, আ ঘ. নি, অব, সু

৩। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ১৮টি খ. ১৯টি গ. ২০টি ঘ. ২১টি

৪। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ক. অজ খ. পরা গ. অণু ঘ. উপ

৫। ‘নিখুঁত’ শব্দে ‘নি’ কোন প্রকার উপসর্গ?

ক. অর্ধ-তৎসম খ. বিদেশী

গ. সংস্কৃত ঘ. খাঁটি বাংলা

৬। উপসর্গের কাজ কি?

ক. বর্ণসংস্করণ খ. যতি সংস্থাপন

গ. নতুন শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৭। কোনটি বাংলা উপসর্গ?

ক. আধ খ. উৎ গ. নিম ঘ. আব্

৮। ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?

ক. হিন্দি খ. তৎসম

গ. আরবি ঘ. খাঁটি বাংলা

৯। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে কার?

ক. উপসর্গ খ. সন্ধি গ. সমাজ ঘ. কারক

১০। ‘বর’ কোন শ্রেণির উপসর্গ?

ক. ইংরেজি খ. তৎসম

গ. খাঁটি বাংলা ঘ. বিদেশী

১১। ‘বেতার’ শব্দটির ‘বে’ উপসর্গটি কোন ধরনের?

ক. ফারসি খ. আরবি গ. হিন্দি ঘ. তৎসম

১২। ‘সুনিপুণ’ শব্দে সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. আতিশয্য খ. বিশেষ

গ. অতিশয় ঘ. নিশ্চয়

১৩। নিচের কোনটিতে বিক্ষিপ্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. সরব খ. আবছায়া

গ. আড়গড়া ঘ. আনমনা

১৪। ‘অনুকার’ শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. পশ্চাৎ খ. বিপরীত গ. বিকৃত ঘ. সাদৃশ্য

১৫। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণীর উপসর্গ?

ক. ফারসি খ. উর্দু গ. হিন্দি ঘ. আরবি

১৬। খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা শব্দের কোন স্থানে যুক্ত হয়?

ক. মাঝে খ. পূর্বে

গ. পরে ঘ. উপরের কোনটিই নয়

১৭। ফারসি ভাষার উপসর্গ কোনটি?

ক. কম খ. উৎ গ. উন ঘ. সু

১৮। ‘ই’ কারান্ত ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে কি হয়?

ক. ‘স’ হয় খ. ‘উ’ হয়

গ. ‘ষ’ হয় ঘ. ‘ই’ হয়

১৯। নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি?

ক. সুগম হুখ. লবণ

গ. নিখুঁত ঘ. সুখবর

২০। ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের নিচের কোনটি সঠিক অর্থ নয়?

ক. চতুর্দিক খ. গণ্ডিবদ্ধ

গ. সম্যকরূপে ঘ. শেষ

২১। ‘অবকাশ’ শব্দের ‘অব’ উপসর্গটি কোন উপসর্গ?

ক. বিদেশী খ. বাংলা গ. সংস্কৃত ঘ. দেশী

২২। তৎসম উপসর্গ কয়টি?

ক. ২১টি খ. ২০টি গ. ১৯টি ঘ. ১৫টি

২৩। ‘হাভাতে’ শব্দের অর্থ কি?

ক. পেটুক খ. দরিদ্র

গ. কঞ্জুস ঘ. ভাতের অভাব

২৪। ‘দুর্নাম’ শব্দটি কোন উপসর্গ?

ক. তৎসম খ. খাঁটি বাংলা

গ. বিদেশী ঘ. কোনটিই না

২৫। কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম- এগুলো কোন ধরনের উপসর্গ?

ক. সংস্কৃত উপসর্গ খ. ক ও গ

গ. বিদেশী উপসর্গ ঘ. খাঁটি বাংলা উপসর্গ

ভূগোল

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

* কোন দ্রাঘিমা রেখা ইউরোপের প্রায় মধ্য ভাগ দিয়ে অতিক্রম করেছে? - ২০হ্ন পূর্ব।

* কোন অক্ষরেখা ইউরোপের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে? - ৫৫হ্ন উত্তর।

* কোন পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে? - ইউরাল পর্বত।

* আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশের স্থান পৃথিবীতে? - তৃতীয়।

* আয়তনে ইউরোপ এশিয়ার কত অংশ?

- ০.২৪ অংশ ছোট

* ইউরোপের তটরেখার দৈর্ঘ্য কত?

- ৪১,২০৪ কিলোমিটার।

* ইউরোপের - বর্গ কি. মি’র ১ কি. মি. তটরেখা রয়েছে? - ২৪২ ব. কি. মি.।

* ইউরোপের আয়তন কত?

- ২,৩১,৭২,৫১৫ ব. কি. মি.।

* ভূ-প্রাকৃতিক গঠন অনুসারে ইউরোপকে ভাগ করা যায়-। - চার ভাগে।

* ইউরোপের সর্বোচ্চ পর্বত-। - আল্পস।

* যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বেন নেভিসের উচ্চতা কত? - ১,৩৪৪ মিটার।

* পৃথিবীর বৃহত্তম সমভূমি কোন মহাদেশে অবস্থিত? - ইউরোপ মহাদেশে।

* আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

- মাউন্ট ব্ল্যাঙ্ক

* ইউরোপ কোন মণ্ডলে অবস্থিত?

- নাতিশীতোষ্ণ

* কার্পেথিয়ান পর্বত ও দিনারিক পর্বতের মধ্যে কোন সমভূমি অবস্থিত? - হাঙ্গেরী।

* ইউরোপকে - জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়? - চারটি।

* বছরে প্রায় নয় মাস ভূমি বরফাবৃত থাকে - অঞ্চলে। - তন্দ্রা জলবায়ু।

* পৃথিবীর শীতলতম স্থানের নাম -

- ভারখয়ানস্ক।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র