Logo
Logo
×

বাতায়ন

নিজেদের বিরুদ্ধে নিজেরাই কেন দাঁড়িয়ে যাচ্ছি

আনিসুর বুলবুল

আনিসুর বুলবুল

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

নিজেদের বিরুদ্ধে নিজেরাই কেন দাঁড়িয়ে যাচ্ছি

মানুষের সবচেয়ে বড় শক্তি একসময় ছিল পারস্পরিক ভরসা। পরিবার, পাড়া, সমাজ-সব জায়গায় আমরা একে–অপরকে জেনে, বুঝে, বিশ্বাস করে এগোতাম। কিন্তু সময় বদলেছে। এখন আমরা ধীরে ধীরে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে নিজের বিপরীতে দাঁড়ানো মানুষটাও অনেক সময় ‘অপরিচিত’ মনে হয়। সবচেয়ে দুঃখজনক হলো, আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠছি, কখনও সচেতনভাবে, কখনও না বুঝেই।

আজকের সমাজে সন্দেহ যেন নেশার মতো ছড়িয়ে পড়েছে। আমরা কথা বলার আগে ভাবি, সামনে থাকা মানুষটা কী উদ্দেশ্যে শুনছে। সামাজিক যোগাযোগমাধ্যম এই অবিশ্বাসকে আরও গভীর করেছে। সেখানে সবাই নিজের সেরা রূপ দেখাতে ব্যস্ত, কিন্তু ভিতরে ভিতরে চলছে তুলনা, হীনমন্যতা, ঈর্ষা এবং ক্ষুদ্র প্রতিযোগিতা। ফলে মানুষ মানুষের প্রতি নয়, নিজের ভেতরকার দুর্বলতার সঙ্গেই লড়াই করে-বাইরের দোষ দিয়ে বুঝতে চেষ্টা করে ভেতরের ব্যর্থতা।

আরেকটি বড় কারণ হলো অস্থিরতা। আমরা দ্রুত ফল চাই, দ্রুত সফলতা চাই, দ্রুত স্বীকৃতি চাই। এই তাড়াহুড়ো আমাদের ধৈর্য কমিয়ে দিয়েছে। সামান্য কথায় রাগ, সামান্য ভুলে সম্পর্ক ভাঙা, সামান্য মতভেদে একে–অপরকে অপমান করা- এসবই যেন স্বাভাবিক হয়ে গেছে। অথচ অস্থিরতার এই আগুন শেষ পর্যন্ত আমাদেরই পুড়িয়েছে, আমাদের সম্পর্ককে শুষে নিয়েছে, আমাদের মনকে ক্লান্ত করে তুলেছে।

নিজেদের শত্রু হয়ে ওঠার আরেকটি নিঃশব্দ কারণ হলো ভয়। ব্যর্থ হওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, পিছিয়ে পড়ার ভয়। সব মিলিয়ে মানুষ নিজেরই প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ভয় আমাদের সংকুচিত করে, সৎ কথা বলতে বাধা দেয়, সত্যিকারের বন্ধুত্ব গড়তে দেয় না। যে ভয়কে আমরা মানসিক দেয়াল ভেবে তৈরি করি, সেটাই পরে আমাদের চারদিক ঘিরে ফেলে।

কখনো মনে হয়, মানবিকতার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে উদারতার অভাব। আমরা প্রশংসা করতে ভয় পাই, উৎসাহ দিতে সংকোচ করি, সহমর্মিতা দেখালে দুর্বল ভাববে-এমন ভুল ধারণা আমাদের আটকে রাখে। অথচ মানুষের শক্তি দানেই, ভাগ করে নিতেই, পাশে দাঁড়াতেই। কিন্তু এই সহজ সত্যটাও যেন আজ ভুলে যাচ্ছি।

আমরা যে নিজেদের শত্রু হয়ে উঠছি, তা বদলানো অসম্ভব নয়। একটু ধৈর্য, একটু সহানুভূতি, একটু বোঝাপড়া-এগুলো কোনো বিলাসিতা নয়, বরং সমাজকে বাঁচিয়ে রাখার সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। মানুষের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনা কঠিন, কিন্তু অসম্ভব নয়; শুরুটি শুধু নিজের ভেতর থেকেই করতে হবে।

দিনের শেষে আমরা সবাই মানুষ- ক্লান্ত, স্বপ্ন-ভরা, ভুল-ভরা, আবার সংশোধন করতে সক্ষম। সহমর্মিতা যতটা সামাজিক দায়িত্ব, ততটাই ব্যক্তিগত মুক্তি। নিজের বিরুদ্ধে দাঁড়ানোর বদলে যদি আমরা একে–অপরের পাশে দাঁড়াতে পারি, তবে শত্রুতা নয়, আস্থাই ফিরে আসবে। নিজেদের শত্রু হয়ে ওঠার গল্প বদলে যাবে-মানুষ মানুষের পাশে দাঁড়ানোর নতুন গল্পে।

লেখক: গণমাধ্যমকর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম