Logo
Logo
×

স্বপ্নের পদ্মা সেতু

পদ্মা সেতু নিয়ে সিনেমা ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’

Icon

বিনোদন প্রতিবেদন 

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৮:১৭ পিএম

পদ্মা সেতু নিয়ে সিনেমা ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’

বাংলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত হচ্ছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’  নামে একটি সিনেমা। আলী আজাদ পরিচালিত এ ছবিটির চিত্রায়ণ সম্প্রতি সম্পন্ন হয়েছে। 

চলতি মাসের মধ্যে সেন্সরে জমা পড়বে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের কাজ পরিচালক নিজেই করেছেন। 

এ সিনেমা প্রসঙ্গে আলী আজাদ বলেন, ‘পদ্মা সেতুকে নিয়ে আমার প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। দর্শকরা ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শকদের, ব্যতিক্রমধর্মী গল্প দেখার অনুরোধ করব। আশা করি তারা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।’

জানা গেছে, পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকার মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ।

পদ্মা সেতু সিনেমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম