নাট-বল্টু খোলা সেই টিকটকারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৪:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পদ্মা সেতুর নাট খোলায় গ্রেফতার টিকটকার বায়েজিদ তালহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে পুলিশ।
রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাট বল্টু খুলে ফেলার ঘটনায় পদ্মা সেতুর উত্তর পাশের থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে। বায়েজিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার বাড়ি পটুয়াখালীতে। তাকে রাজধানীর শান্তিনগর থেকে পুলিশ গ্রেফতার করে।
এদিকে আগামীকাল সোমবার দুপুর ১২টায় বায়েজিদ তালহার বিষয়ে সংবাদ সম্মেলন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে অপকর্মে জড়িত থাকায় গ্রেফতার টিকটকারের বিষয়ে আগামীকাল দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করা হবে।
রোববার সকাল থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়। এদিন সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। তাই পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে সেতুর নিরপত্তায় নিয়োজিত কর্মীরা অনেকটা নমনীয় ছিলেন। আর এই সুযোগে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন। অনেকে টিকটক ভিডিও করেছেন। এর মধ্যে এক যুবক ঘটিয়ে ফেলেন একটি অপ্রীতিকর ঘটনা। খুলে নেন পদ্মা সেতুর নাট-বল্টু।
মামুন খান নামে একটি ফেসবুক আইডি থেকে ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করা হয়।
