Logo
Logo
×

স্বপ্নের পদ্মা সেতু

পদ্মা সেতুর জন্য ঈদে যোগ হয়েছে বাড়তি আনন্দ: শাজাহান খান

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১১:৫৩ এএম

পদ্মা সেতুর জন্য ঈদে যোগ হয়েছে বাড়তি আনন্দ: শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, পদ্মা সেতু পাড়ি ঈদের নামাজ আদায় করতে পারায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যোগ হয়েছে বাড়তি আনন্দ।

রোববার সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদ-উল-আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতু চালুতে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ফেরিঘাটে দীর্ঘ ভোগান্তির কারণেই বিগত ঈদে সময় মতো বাড়ি ফিরতে না পারায় আনন্দ মাটি হয়ে যেত। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ঈদে সবাই একসাথে ঈদের নামাজ পড়তে পারাটা বাড়তি আনন্দ।

শাজাহান খান বলেন, ঈদুল-আযহা ত্যাগের মাস। সেই ত্যাগ স্বীকার করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে সরকার। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

মাদারীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম