ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের
বিমানবাহিনীর প্রধানের সঙ্গে মোদির বৈঠক * যুদ্ধ শুরু হলে নিয়ন্ত্রণ করা যায় না : মার্কিন কংগ্রেসম্যান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারত যদি পাকিস্তানে হামলা করে বা নয়াদিল্লি যদি পাকিস্তানে পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মস্কোতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি। এদিকে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বিমানবাহিনীর প্রধান এপি সিং। ওদিকে যুক্তরাষ্ট্রের এক সিনেটর সতর্ক করে দিয়ে বলেছেন, পরমাণু শক্তিধর দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে সেটা আর থামানো যাবে না। খবর হিন্দুস্তান টাইমস, দ্য নিউজ, এক্সপ্রেস টিব্রিউনের।
শনিবার রাশিয়ান সম্প্রচার মাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ জামালি বলেন, ইসলামাবাদে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে জানা যাচ্ছে, ভারত পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, কিছু ফাঁস হওয়া নথি আমাদের হাতে এসেছে, যেগুলোতে পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। তাই আমরা বিশ্বাস করি, হামলা আসন্ন এবং এটি যে কোনো সময় ঘটতে পারে।
তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করার ভুল করে তাহলে পাকিস্তান তাদের সামরিক শক্তি সম্পূর্ণ ব্যবহার করবে-সেটি হোক প্রচলিত অস্ত্র কিংবা পারমাণবিক অস্ত্র।
এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, এটি সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কোনো শীর্ষ কূটনীতিকের দেওয়া সবচেয়ে স্পষ্ট পারমাণবিক হুমকির মধ্যে অন্যতম। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ঐতিহাসিক সিন্ধু পানিচুক্তি (IWT) স্থগিত করেছে। রাষ্ট্রদূত জামালি ভারতের পানিচুক্তি স্থগিতের পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসাবে উল্লেখ করে বলেন, ‘যদি ভারতের পক্ষ থেকে নিম্ন অববাহিকায় পানির প্রবাহ বন্ধ বা অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেটি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে ধরা হবে এবং আমরা পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেব।’
এর আগে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি প্রকাশ্যে ভারতকে পারমাণবিক প্রতিশোধের হুমকি দিয়েছিলেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, পাকিস্তানের অস্ত্রাগার-ঘোরি, শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্রে বলীয়ান। যেগুলো শুধু ভারতের জন্য ও তাদের দিকেই তাক করা রয়েছে।
এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বিমানবাহিনীর প্রধান চিফ মার্শাল এপি সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে বিমানবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদির সঙ্গেও তিনি বৈঠক করেন। বিমানবাহিনীর প্রধান ও মোদির আলোচনার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া হলেও বৈঠকে কাশ্মীরে হামলার জবাবের অংশ হিসাবে দেখা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও প্রধান নিরাপত্তা পরামর্শকের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মোদি। ওই বৈঠকে কাশ্মীরের হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি।
এদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান কিথ সেলফ সতর্ক করে দিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের কথা কল্পনা করা যায় না। তিনি বলেন, ‘একবার যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণ করা যায় না।’
এছাড়া আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান জ্যাক বার্গম্যান ব্যর্থতা এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের একই মনোভাবাপন্ন স্বাধীন দেশগুলোর সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
