ভারতীয় বিমানের ‘ভাঙা অংশ’ দেখে কী জানা যাচ্ছে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে গত মধ্যরাতের পর ‘অপারেশন সিন্দুর’ নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে।
তবে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও যেমন এখনো সামনে আসেনি, তেমনি ভারতের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি– ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে।
ভূপাতিত হয়ে থাকলেও ঠিক কতগুলো বিমান সেই পরিণতির মুখে পড়েছে এবং কোথায় তা ঘটেছে– তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না।
পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় অংশ নিয়েছে এমন বিমানের ভাঙা কিছু অংশ দাবি করে যেসব ভিডিও ফুটেজ দেখা গেছে সেগুলোর সত্যতা যাচাই করেছে বিবিসি।
একটি ভিডিও মনে করা হচ্ছে ভারত শাসিত কাশ্মীরের পামপোর এলাকার। তাতে দেখা যাচ্ছে যে ফাইটার বিমানের ড্রপ ট্যাংকের অংশবিশেষ সরানো হচ্ছে।
এ ধরনের ট্যাংক বিমান থেকেও ফেলে দেওয়া হতে পারে। তাই এটি বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেয় না।
আরও পড়ুন- বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত
আরেক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রপ ট্যাংকের একটি টুকরো। এটিও সেই পামপোর এলাকার।
জেনস ডিফেন্সের বিশেষজ্ঞদের বিশ্বাস এই নির্দিষ্ট ট্যাংক দাসওঁ মিরেজ ২০০০ মডেলের বিমানে বহন করা হয়। ভারতীয় বিমান বাহিনীর এ ধরনের বিমান আছে।
আরেক ভিডিও পোস্টে ভারতের পাঞ্জাবের বাথিন্দার আকলিয়ান কালান গ্রামের কাছে একটি একটি ক্ষেপণাস্ত্রের অংশ বলে দাবি করা হয়েছে।
সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জাস্টিন ক্রাম্প এখন একটি গোয়েন্দা কোম্পানি পরিচালনা করেন। তিনি বলছেন, ওই অংশটি দেখে মনে হচ্ছে এগুলো ফরাসী আকাশ থেকে আকাশে উৎক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্রের, যেটি মিরেজ ২০০০ ও রাফাল যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়।
এই উভয় ধরনের বিমানই ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে।
আরও পড়ুন- পাকিস্তানে হামলা: ব্রিফিংয়ে আসা ভারতের দুই নারী সম্পর্কে যা জানা গেল
