Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার পাকিস্তানের সাবেক মন্ত্রী শেরি রেহমানের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০২:১২ পিএম

এবার পাকিস্তানের সাবেক মন্ত্রী শেরি রেহমানের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

শেরি রেহমান। ছবি: সংগৃহীত

নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনার জেরে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সিনেটর এবং সাবেক ফেডারেল মন্ত্রী শেরি রেহমানের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

শেরি রেহমান বলেছেন, ভারত সরকারের অনুরোধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ব্লক হওয়া ‘সম্মানের প্রতীক’। এক্স-এর কাছ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাওয়ার পর সাবেক এই ফেডারেল মন্ত্রী এমন মন্তব্য করেন।  তাকে জানানো হয়, ভারত সরকারের তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর অধীনে আইনিভাবে অপসারণের অনুরোধের পর ভারতে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শুধু শেরি রেহমানই নন ভারত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেসও ব্লক করেছে।

আরও পড়ুন: তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বর্জনের ডাক ভারতীয়দের

এক্সে পোস্ট করা এক বিবৃতিতে শেরি রেহমান নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন এবং এটিকে ‘হিন্দুত্ব প্রজাতন্ত্র’ বলে অভিহিত করেন।  তিনি লেখেন, ‘স্থিতিশীল, পরিণত রাষ্ট্রের জন্য যোগাযোগ গুরুত্বপূর্ণ – কিন্তু #হিন্দুত্ব প্রজাতন্ত্র দ্বারা ব্লক করা সম্মানের প্রতীক। ’

তিনি আরও বলেন যে ‘যারা পাকিস্তানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তাদের বলার মতো খুব কমই আছে। ’

তবে তিনি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘ইতিহাস মুছে ফেলার পাশাপাশি ভবিষ্যতের জন্য স্বাভাবিক সহাবস্থানের বিকল্পগুলো মুছে ফেলার জন্য উভয় দেশের সুস্থ মানুষের একে অপরের সঙ্গে কথা বলা চালিয়ে যাওয়া উচিত। ‘

তিনি আরও উল্লেখ করেন, ভারতে শান্তি ও সহাবস্থানের পক্ষে কথা বলা কণ্ঠস্বর ‘ব্যাপকভাবে সংকুচিত’ হয়েছে এবং ‘সেখানে ধারাবাহিক নির্যাতনের ভয়ে অপ্রকাশিত’ রয়ে গেছে। 

আরও পড়ুন: রাফালের পতনে ভরাডুবি ভারতের, আকাশযুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন

তিনি আরও বলেন , কাশ্মীর, সিন্ধু পানিবণ্টন চুক্তিএবং পারমাণবিক শক্তিধর অঞ্চলের শান্তিকে ক্ষতিগ্রস্ত করে এমন অনেক দ্বিপাক্ষিক বিষয়ের কোনও সামরিক সমাধান নেই।  মোদির ভারতকে এই বাস্তবতা কাটিয়ে উঠতে হবে। 

তিনি সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে বলেন, #2025war তা প্রমাণ করেছে।

প্রসঙ্গত, কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন  পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ।  চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

শেরি রেহমান এক্স অ্যাকাউন্ট পাকিস্তান

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম