Logo
Logo
×

আন্তর্জাতিক

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৫:৫১ পিএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। জিলহজ মাসের ১০ তারিখে পালিত হবে মুসলিম উম্মাহর বৃহৎ এই উৎসব। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন ওই অঞ্চলে জিলহজের অর্ধচন্দ্রের খোঁজ করা হবে।

জ্যোতির্বিদরা পাকিস্তানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

দেশটির সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমীর মতে, ২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই।কারণ ২৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১১ ঘণ্টা হবে।

তিনি ২৮ মে জিলহজের চাঁদ দেখা যাওয়ার পূর্বাভাস দিয়েছেন। সে হিসেবে পাকিস্তানে ঈদুল আজহা ৭ জুন শনিবার হওয়ার সম্ভবনা প্রবল।

ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ২৮ মে চাঁদের বয়স ৩৫ ঘণ্টার বেশি হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন ওই অঞ্চলে জিলহজের অর্ধচন্দ্রের খোঁজ করা হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা (জিলহজের দশম দিন) ৬ জুন উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

জিও নিউজ

ঈদুল আজহা পাকিস্তান জিলহজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম