ফের বিয়ের পিঁড়িতে বসছেন মরিয়ম নওয়াজের ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০২:২৭ পিএম
জুনাইদ সফদার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং ক্যাপ্টেন (অব.) সফদারের ছেলে জুনাইদ সফদার দ্বিতীয় বাগদান সম্পন্ন হয়েছে। সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাটিভি।
সূত্র মতে, জুনাইদ সফদারের বাগদান উসমান জাভেদের মেয়ের সঙ্গে সম্পন্ন হয়েছে। উসমান জাভেদ তার নানা নওয়াজ শরীফের দীর্ঘদিনের আস্থাভাজন এবং বিশিষ্ট শিল্পপতি মিয়া জাভেদ শফির ছেলে।
বুধবার লাহোরের মডেল টাউনে নিজ বাসভবনে ঘরোয়া পরিবেশে বাগদান অনুষ্ঠিত হয়। এতে নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ এবং মিয়া জাভেদ শফিসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শরিফ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় মিয়া জাভেদ শফি ইত্তেফাক গ্রুপ ইন্ডাস্ট্রিজের সহ-পরিচালনা করেন।
আরও পড়ুন: আলিয়া হামজাকে পাঞ্জাবের রাজনৈতিক কমিটির প্রধান করলেন ইমরান খান
এটি জুনাইদ সফদারের দ্বিতীয় বাগদান। এর আগে তিনি কাতার-ভিত্তিক শিল্পপতি এবং সাবেক ন্যাব চেয়ারম্যান সাইফ-উর-রেহমান খানের মেয়ে আয়েশা সাইফ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নওয়াজ শরীফের নির্বাসনের সময় ২০২১ সালে লন্ডনে এই দম্পতি বিয়ে করেন।
নাইটসব্রিজের দ্য ল্যান্সবোরো হোটেলে তাদের বিয়ে সবার বেশ মনোযোগ আকর্ষণ করে। তবে, ২০২৩ সালের অক্টোবরে এই দম্পতির বিচ্ছেদ হয়ে যায়। জুনায়েদ সোশ্যাল মিডিয়ার বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।
সেই বছরের শেষের দিকে মরিয়ম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর তার মাকে রাজনৈতিক বিষয়ে দায়িত্ব পালনে সহায়তা করার জন্য জুনায়েদ পাকিস্তানে চলে আসেন।
