Logo
Logo
×

আন্তর্জাতিক

ছোট্ট তালহার কাজে যারপরনাই খুশি শাহবাজ শরিফ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম

ছোট্ট তালহার কাজে যারপরনাই খুশি শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর তালহা আহমেদকে সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ একটি ল্যাপটপ ও নগদ ১০ লাখ রুপি পুরস্কার প্রদান করেছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তালহার কাজের প্রশংসা করেন এবং তাকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেন। এই সাক্ষাতে তালহাকে স্বাগত জানানোর সময় প্রধানমন্ত্রী তাকে স্নেহভরে আলিঙ্গন করেন এবং তার ভিডিও কনটেন্টের প্রশংসা করেন।

জিও নিউজের ‘জিও পাকিস্তান’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে তালহা জানান, প্রধানমন্ত্রী তার ভিডিওগুলো বিশেষভাবে প্রশংসা করেছেন—বিশেষ করে যেগুলোতে একজন সিভিল সার্ভেন্ট এবং বলিউডের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের ভূমিকা তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর অনুরোধে তালহা তার একটি ভাইরাল ভিডিওর কিছু দৃশ্য পরিবেশন করেন, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও আশ্বাস দেন, তালহা যদি ভবিষ্যতে ক্যামব্রিজে উচ্চশিক্ষা নিতে চান অথবা স্বাস্থ্যসেবার জন্য কোনো সহায়তা প্রয়োজন হয় তবে সরকার তার পাশে থাকবে।

তালহা নিজেও এই ঐতিহাসিক সাক্ষাতকারের মুহূর্তগুলো নিয়ে একটি ব্লগ তৈরি করেছেন। এতে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতকে জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম