|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানে লাহোর পুলিশ ইনভেস্টিগেশন উইং জানুয়ারি থেকে গত ২৮ জুলাই পর্যন্ত নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও অপরাধের একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে খুন, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে লাহোরে ৭৪ জন নারী খুন হয়েছেন। এর মধ্যে
৬৭টি মামলার তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি ৭টি মামলার
তদন্ত এখনো চলছে এবং সংশ্লিষ্ট আসামিরা পলাতক।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নারীদের অপহরণসংক্রান্ত পরিসংখ্যানে। জানানো হয়েছে, লাহোরে উক্ত সময়ের মধ্যে নারী অপহরণের ৩,৫০২টি মামলা নথিভুক্ত হয়েছে। ইতোমধ্যে ৩,১৪০ জন নারীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া,
নারীকে লক্ষ্য করে সংঘটিত ধর্ষণের অভিযোগে ৪১১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে
৩৬৩টি মামলার তদন্ত শেষ হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বাকি মামলাগুলো
এখনও তদন্তাধীন।
পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন দমনে আরও জোরাল
অভিযান চালানো হবে। বিশেষ করে ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা নিতে কাজ করছে অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ।
সূত্র: সামা টিভি

