কালীগঞ্জে ব্যবসায়ী হত্যার মূল পরিকল্পনাকারীসহ আটক ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০১:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ী সাইকুল ইসলাম (৪৫) হত্যার মূল পরিকল্পনাকারীসহ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার বাইপাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে ব্যবসায়ী মো. জালাল উদ্দিন ওরফে জালু কোম্পানীকে (৫২) ও একই গ্রামের হযরত আলীর ছেলে আল আমীন (৩৫)।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই আলাল উদ্দিন ও নিহতের স্বজনরা জানান, কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে সাইকুল ইসলামকে (৪৫) গত ৭ ডিসেম্বর হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহতাবস্থায় বাড়ির পার্শ্ববর্তী একটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সে মারা যায়। সাইকুল ইসলাম স্থানীয়ভাবে তাঁত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে এজাহার নামীয় আসামী আলামিনকে পৌর এলাকার বাইপাস থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার মূল পরিকল্পনাকারী জালাল উদ্দিন ওরফে জালুকে আটক করা হয়। এদের মধ্যে জালাল উদ্দিন স্থানীয় বড়নগর এলাকায় তোয়ালে তৈরীর একটি কারখানার মালিক এবং আল আমিন ওই মামলার ৩নং এজহার নামীয় আসামী। এর আগে হত্যার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জুলহাস মিয়া (৫৫) ও জনি নামের অপর দু’জনকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য জালাল উদ্দিন ওরফে জালুকে আটক করা হয়েছে। অপর গ্রেফতারকৃত আল আমিন মামলার এজহার নামীয় ৩নং আসামী।
