Logo
Logo
×

সারাদেশ

গ্রামীণফোন এসএমই কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:০৪ পিএম

গ্রামীণফোন এসএমই কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

পাবনায় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের আরিফপুর এসএমই শাখার ইনচার্জের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত আহসান হাবিব আকাশ (৩৩) পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।  তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।  

বৃহস্পতিবার দুপুরে পাবনা থানায় অভিযুক্তের বিরুদ্ধে ওই নারী সহকর্মী ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।  

পুলিশ জানায়, মামলার বাদি ৬ মাস ধরে পাবনা সদর উপজেলার আরিফপুর হাটে গ্রামীণফোনের এসএমই শাখায় চাকরি করছেন।  বেশ কিছুদিন ধরে ওই শাখার ইনচার্জ আহসান হাবিব আকাশ তাকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে অফিসে একা পেয়ে আকাশ তাকে ধর্ষণ করেন।  এ ঘটনা প্রকাশ না করার জন্য তাকে আকাশ হুমকিও দেন।

পরে ওই নারী অভিযুক্ত ইনচার্জের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে পাবনা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মামলার বাদিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  মামলার পর থেকে আসামি পলাতক রয়েছেন।  তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

 

গ্রামীণফোন কর্মকর্তা ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম