Logo
Logo
×

সারাদেশ

নদীর তীরে পরিত্যাক্ত ঘরে যুবকের লাশ

Icon

কুড়িগ্রাম ও রৌমারী প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:২৫ পিএম

নদীর তীরে পরিত্যাক্ত ঘরে যুবকের লাশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইসপাড়া গ্রামে নদীর তীরে পরিত্যাক্ত একটি ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় কুলসুম নামের এক প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
নিহত আবদুল্লাহ (৪২) রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইসপাড়া গ্রামের ইমান আলী মুন্সির পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে বাইসপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে পরিত্যাক্ত একটি ঘরে আবদুল্লাহর লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ধারণা করা হচ্ছে বুধবার রাতে তাকে হত্যা করে পরিত্যাক্ত ঘরে লাশ ফেলে রাখা হয়েছে।  এ ঘটনায় কুলসুম নামে এক প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

নদী যুবক লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম