নাঙ্গলকোটে ৮ ইউপি বিএনপি প্রার্থীর ভোট বর্জন
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীদের কেন্দ্র দখল, বিএনপির এজেন্টদের মারধর, জাল ভোট ও নৌকার ব্যালেটে আগাম সিল মারার অভিযোগ এনে জেলার নাঙ্গলকোট উপজেলার আট বিএনপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলার নাঙ্গলকোট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যানরা ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোট বর্জনকারী আট চেয়ারম্যান প্রার্থী জানান, সকাল থেকেই উপজেলার ৮টি ইউনিয়নের অধিকাংশ ভোট কেন্দ্রই দখলে নেয় সরকার দলীয় নৌকার সমর্থকরা। এর আগে রাতেই অনেক ভোট কেন্দ্রে নৌকার ব্যালটে সিল মারা হয়।
প্রার্থীরা বলেন, সকালে বিএনপির এজেন্টদের কেন্দ্রের গেট থেকেই বের করে দিয়ে প্রকাশ্যে নৌকার ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করা হয়। এতে প্রশাসনের নিকট অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তারা ৮ ইউনিয়নের ভোট বাতিল করে পূনরায় ভোট গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
ভোট বর্জনকারী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আদ্রা দক্ষিণ ইউনিয়নের বিএনপির প্রার্থী মোহাম্মদ মাইন উদ্দিন, আদ্রা উত্তর ইউনিয়নে মাহবুবা আক্তার, বটতলী ইউনিয়নে গোলাম মাওলা, দৌলখাঁড় ইউনিয়নে মো. মোশারফ হোসেন, জোড্ডা পূর্ব ইউনিয়নে শফিকুর রহমান চৌধুরী, জোড্ডা পশ্চিম ইউনিয়নে শাহজাহান মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়নে মো. ইদ্রিস মিয়া এবং রায়কোট দক্ষিণ ইউনিয়নে নজরুল ইসলাম ভূঁইয়া।
