|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় মা জহুরা বেগমকে (৫৫) গলাকেটে হত্যা করেছে টুটুল (২৫) নামে এক যুবক। এ ঘটনার পর টুটুলকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামে এ ঘটনা ঘটে। তবে হত্যা কারণ জানা যায়নি।
নিহত জহুরা বেগম ওই গ্রামের জাবেদ মণ্ডলের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, দুপুরে টুটুল তার মাকে হত্যার পর রক্তমাখা বটি হাতে নিয়ে পালাতে চেষ্টা করে। এ সময় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তাকে আটক করে এবং বাড়ির ভিতরে গিয়ে তার মা জহুরা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।
সলঙ্গা থানার ওসি ওহেদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত জহুরা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় টুটুলকে আটক করা হয়েছে।
