Logo
Logo
×

রাজনীতি

বিএনপি-জামায়াতের এদেশে রাজনীতি করার অধিকার নেই: শেখ সেলিম

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৩:২২ পিএম

বিএনপি-জামায়াতের এদেশে রাজনীতি করার অধিকার নেই: শেখ সেলিম

ফাইল ছবি

বিএনপি-জামায়াতকে স্বাধীনতাবিরোধী শক্তি উল্লেখ করে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শেখ সেলিম বলেন, অতীতে ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্র এখনও চলছে। এখনও পরাজিত শক্তিরা বাইরে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে কীভাবে পরাজিত করা যায়। 

তিনি বলেন, জামায়াত-বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তি, এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। বিশ্বের কোথাও পরাজিত শক্তির রাজনীতি করার অধিকার নাই। এদেরও (বিএনপি-জামায়াত) রাজনীতি করার অধিকার নাই। এরা বসবাস করে বাংলাদেশে, আর স্বপ্ন দেখে পাকিস্তানের।

আওয়ামী লীগ নেতা বলেন, বাংলাদেশে কেবল স্বাধীনতা পক্ষের শক্তি রাজনীতি করবে এবং তারাই এদেশকে শাসন করবে।

বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে যুবলীগ নেতাদের উদ্দেশে শেখ সেলিম বলেন- শোষণ, বঞ্চনা ও অন্যায়মুক্ত বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই। সতর্ক থাকতে হবে যাতে আগামী নির্বাচনে কোনো অপশক্তি ষড়যন্ত্র করতে না পারে। কোনো নাশকতা করতে না পারে। করলে তোমরা প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপির গণতন্ত্রের দাবির জবাবে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, জিয়াউর রহমান সামরিক শাসন দিয়ে দেশ চালিয়েছে। সেই দল চায় গণতন্ত্র। ক্যান্টনমেন্টের গণতন্ত্র আর বাংলাদেশে হবে না। ওই গণতন্ত্রের স্বপ্ন দেখো না।  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়ে শেখ সেলিম বলেন, তারা আইনের শাসন বরবাদ করেছে, যাতে অপরাধ করলে বিচার না হয়। যার জন্য আজকে বলে- খালেদা জিয়ার দুর্নীতির শাস্তি হলে এদেশে নির্বাচন করতে দেবে না। এদেশের বিচার বিভাগ স্বাধীন। ধমক দিয়ে কিছু হবে না। আইনের দৃষ্টিতে বিচার বিভাগ যেটা ভালো মনে করবে, সেই রায়ই হবে।

বিএনপি রাজনীতি করুক আর না করুক নির্বাচন ঠেকাবার ক্ষমতা তাদের নাই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হাসান খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ রেজাউল করিম প্রমুখ।

আওয়ামী লীগ বিএনপি জামায়াত শেখ সেলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম