Logo
Logo
×

আন্তর্জাতিক

খ্রিস্টানদের ওপর নির্যাতন বেড়েছে!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৭, ০৭:০০ এএম

খ্রিস্টানদের ওপর নির্যাতন বেড়েছে!

ব্রিটেনভিত্তিক ক্যাথলিক খ্রিস্টানদের ‘এইড টু দ্য চার্চ ইন নিড’ নামে একটি দাতব্য সংস্থা দাবি করছে, সারা বিশ্বে অতীতের তুলনায় খ্রিস্টানরা এখন সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে।

সংস্থাটির একজন জন পন্টিফেক্স বলেন, নির্যাতনের মাত্রা এখন রেকর্ড পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বিশেষ করে হিন্দু কট্টরপন্থার উত্থানের কারণে ভারতের ব্যাপারে তারা বিশেষভাবে উদ্বিগ্ন।

পন্টিফেক্স বলেন, তারা আক্রান্ত হওয়া, নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত হওয়া বা হয়রানির শিকার হওয়ার ঝুঁকির মধ্যে আছেন।

তিনি বলেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত এবং চীনের খ্রিস্টানরা ক্রমাগত হুমকির মুখে পড়ছেন।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরাকে খ্রিস্টানদের পরিস্থিতির উন্নতি হচ্ছে, বলেন পন্টিফেক্স।

এদিকে কলকাতায় খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম শীর্ষ সংগঠন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার সচিব হেরদ মল্লিক বলেন, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত চারশর বেশি নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটে গেছে।

তিনি বলেন, যারা এগুলো ঘটাচ্ছে তারা ‘সংখ্যালঘুমুক্ত’ ভারত চায়। সব ঘটনা মিডিয়ায় আসছে না বলেও জানান হেরদ মল্লিক।

 

খ্রিস্টান হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম