Logo
Logo
×

একদিন প্রতিদিন

২৮ ডিসেম্বর: দেশে দেশে উদযাপিত দিবসসমূহ

Icon

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৫:৩৬ এএম

২৮ ডিসেম্বর: দেশে দেশে উদযাপিত দিবসসমূহ

থাই রাজা তাসকিন এর ভাস্কর্য: ছবি ইন্টারনেট

আজ বিশ্বের বিভিন্ন দেশে কিছু নিজস্ব ঐতিহাসিক দিবস সেসব দেশে পালিত হচ্ছে। দিবসগুলো হলো:-

কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড)

থাইল্যান্ডের রাজা তাসকিন এর স্মরনে থাইল্যান্ডে এ দিবসটি পালন করা হয়। দিবসটি থাইল্যান্ডে সরকারী, বেসরকারীভাবে ছুটির দিন। ১৭৬৭ সালে এ দিনে রাজা তাসকিনের রাজ্যাভিষেক হয়েছিল। বর্মী আক্রমণকারীদের হতে রাজ্যকে সুরক্ষা ও থাইল্যান্ডের বিভিন্ন জাতিগোষ্ঠীকে একত্রিকরণে রাজা তাস্কিনের ভূমিকা অবিষ্মরণীয়। তার নেতৃত্বে সে সময় বার্মাদের দখল হতে সিয়াম রাজ্য স্বাধীনতা লাভ করে। 

প্রোক্লেইমেশন ডে (অস্ট্রেলিয়া)

প্রোক্লেইমেশন ডে অর্থাৎ ঘোষণা দিবস। ১৮৩৪ সালে এই দিনে রাজা উইলিয়াম দক্ষিণ অস্ট্রেলিয়াকে ব্রিটিশ প্রদেশের অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা দেন। ঘোষণাটি উপলক্ষ্যে দক্ষিণ অস্ট্রেলিয়া এ দিবসটি পালন করে থাকে।

রিপাবলিক ডে (দক্ষিণ সুদান)

আজ দক্ষিণ সুদানের প্রজাতন্ত দিবস। ২০০৫ সালে একটি শান্তিচুক্তির মাধ্যমে প্রায় পাঁচ দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সুদান নামক রাষ্ট্রটি উত্তর ও দক্ষিণ অংশে ভাগ হয়ে যায়। তবে চুক্তি অনুযায়ী গনভোটের মাধ্যমে ২০১১ সালে দক্ষিণ সুদান প্রজাতন্ত্র নাম নিয়ে বিশ্বের ১৯৩ তম স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আজ তাদের প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে।

দিবস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম