Logo
Logo
×

আন্তর্জাতিক

৩০ বছরে জানা গেল কালো পোশাকী তরুণীর পরিচয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৩:২২ পিএম

৩০ বছরে জানা গেল কালো পোশাকী তরুণীর পরিচয়

মিশেলাইন আওডা

৩০ বছর আগের এই ছবিটি একসময় সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও, কারো জানা ছিল না ছবির নারীর পরিচয়। হলুদ স্যান্ডেল হাতে নিয়ে কালো পোশাকের একজন ফিলিস্তিনি নারী ইসরায়েলি পুলিশের দিকে পাথর ছুড়ে মারছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই ছবিটি ৩০ বছরের পুরনো।

ছবিটি তুলেছিলেন আলফ্রেড ইজোবযাদেহ। ইসরাইল কর্তৃক দখলকৃত পশ্চিম তীরের বেইট সাহোর গ্রামে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল। কিন্তু ছবির সেই নারীর পরিচয় এই এতো বছরেও কারো জানা ছিল না। তবে এই ৩০ বছর পর তার পরিচয় জানা গেছে।

তার নাম মিশেলাইন আওডা। তিনি একজন ফিলিস্তিনি খৃষ্টান। ওই ঘটনার দিন তিনি ছিলেন সেখানকার চার্চে। প্রথম ইন্তিফাদায় অংশ নিয়েছিলেন তখনকার তরুণী মিশেলাইন। তখন তার পরনে ছিল কালো স্কার্ট, হলুদ স্কার্ফ আর হলুদ স্যান্ডেল।

শেলাইন আওডার বয়স এখন ৬৩, তিনি পশ্চিম তীরের একটি হোটেলে চাকরি করেন।
মিশেলাইন বলেন, সেদিন আমার বিশেষ একটি ম্যাসের অনুষ্ঠান ছিল, তাই ওরকম কালো পোশাক পড়েছিলাম। সেদিন কোন বিক্ষোভ হবে বলে ভাবিনি।

ইসরাইলি দখলদারিত্বের প্রতিবাদে ১৯৮৭ সালে 'ইন্তিফাদা' বা গণঅভ্যুত্থান আন্দোলন শুরু করে ফিলিস্তিনিরা। ওই আন্দোলনে ১৪০০জন ফিলিস্তিনি আর ২৭১জন ইসরাইলি নিহত হয়। ২০০০ সালে দ্বিতীয় দফার ইন্তিফাদা শুরু হয়েছিল, যাতে ৩ হাজার ৩৯২জন ফিলিস্তিনি  ও ৯৯৬জন ইসরাইলি নিহত।

মিশেলাইন বলেন, আমি দেখতে পেলাম, ইসরাইলি সেনাবাহিনী এসে তরুণদের সঙ্গে লড়াই শুরু করেছে। আমি সেই তরুণদের সঙ্গে তখনিই যোগ দিলাম। এক সময় আমি দৌঁড়াতে শুরু করেছিলাম। কিন্তু স্যান্ডেল পরে দৌড়াতে পারছিলাম না বলে সেগুলো খুলে হাতে নিলাম।

তিনি বলেন, একসময় নিচু হয়ে একটি পাথর ছুড়ে ইসরায়েলিদের দিকে ছুঁড়ে মারলাম। কিন্তু আমি জানতাম না কেউ আমার ছবি তুলছে।

মিশেলাইন আওডার দুই সন্তান রয়েছে। কিন্তু তিনি চান না, তারা আবার এরকম কোনো সহিংসতায় জড়িয়ে পড়ুক।

হলুদ স্যান্ডেল হাতে ছবিতে বিখ্যাত হলেও এখন অবশ্য তার আর কোন হলুদ রঙের স্যান্ডেল নেই।

ফিলিস্তিন মিশেলাইন আওডা ইন্তিফদা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম