Logo
Logo
×

সারাদেশ

ছেলের বৌয়ের কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধা ছকিনা

Icon

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০১:০৯ পিএম

ছেলের বৌয়ের কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধা ছকিনা

ছকিনা বেওয়ার বয়স ৯৫ বছর। বয়সের ভারে হাঁটতে পারেন না তিনি। কিন্তু নিজের ভোটাধিকার ছাড়তে চান না এই অশীতিপর বৃদ্ধা।

আর তাই ছেলের বৌ সাবিনা খাতুনের কোলে চড়ে রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন তিনি।

পৌরসভার কালিদাসখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এলে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, জীবনে এই বয়সে এসে ভোট দিতে পেরে নিজেকে আনন্দিত মনে করেছেন তিনি।

ছকিনা বেওয়া বলেন, এই বয়সে ভোট দিতে পারব এমনটা আশা করিনি। আর এভাবে ভোট দেয়ার সৌভাগ্য আসবে না বলেও হতাশা প্রকাশ করেন তিনি।

তবে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার ভোট দিয়েছেন তা বয়সের ভারে জানাতে পারেনি ছকিনা বেওয়া নামের এই বৃদ্ধা।

ছকিনা বেওয়ার বাড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিগ্রাম মহল্লায়। স্বামী গফুর মোল্লা মারা গেছে ২০ বছর আগে।

তার দুই ছেলে ৭ মেয়ে। তাদের অনেক আগেই বিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী উচ্চবিদ্যালয়ে ছেলের বৌ সাবিনা খাতুনের কোলে চড়ে ভোট দিতে আসেন।

এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৮৭।

রাজশাহী বাঘা নির্বাচন ।োট বৃদ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম