চলনবিলের মাঠে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা শেষ করেছেন কৃষকরা। এখন সেই ধান ঘরে তুলতে কৃষাণীরা নানামুখী কাজে ব্যস্ত। বছরজুড়ে ঘরের চাল খেতে ধান সিদ্ধ করে রোদে শুকানোর কাজ করছেন বাড়ির নারী সদস্যরা। এ ধান ঘরে তুলে উদযাপন করা হবে নবান্ন উৎসব, পিঠা-পুলির আয়োজন হবে, বাড়িতে আসবে আত্মীয়-স্বজন।
বাড়ির আঙিনায় জায়গা না থাকায় গ্রামের বিদ্যালয় মাঠে এভাবে নেট বিছিয়ে সবুজ ঘাসের উপর শতাধিক নারীর একসঙ্গে ধান শুকানোর হৃদয়কাড়া দৃশ্যের দেখা মিলল নাটোরের বড়াইগ্রামের রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে।
ছবিটি তুলেছেন যুগান্তরের বড়াইগ্রাম প্রতিনিধি অহিদুল হক।
চলনবিলের মাঠে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা শেষ করেছেন কৃষকরা। এখন সেই ধান ঘরে তুলতে কৃষাণীরা নানামুখী কাজে ব্যস্ত। বছরজুড়ে ঘরের চাল খেতে ধান সিদ্ধ করে রোদে শুকানোর কাজ করছেন বাড়ির নারী সদস্যরা। এ ধান ঘরে তুলে উদযাপন করা হবে নবান্ন উৎসব, পিঠা-পুলির আয়োজন হবে, বাড়িতে আসবে আত্মীয়-স্বজন।
বাড়ির আঙিনায় জায়গা না থাকায় গ্রামের বিদ্যালয় মাঠে এভাবে নেট বিছিয়ে সবুজ ঘাসের উপর শতাধিক নারীর একসঙ্গে ধান শুকানোর হৃদয়কাড়া দৃশ্যের দেখা মিলল নাটোরের বড়াইগ্রামের রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে।
ছবিটি তুলেছেন যুগান্তরের বড়াইগ্রাম প্রতিনিধি অহিদুল হক।