|
ফলো করুন |
|
|---|---|
বন্যায় ঝুঁকিপূর্ণ রেলপথ ও রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দুদিন বন্ধ থাকার পর ঢাকা-সিলেট লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন বলেন, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। তবে অধিকাংশ জায়গা ট্রেনের প্রকৃত গতি কমিয়ে চালানো হচ্ছে। শনিবার বেলা সোয়া ১১টায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে। শিডিউল অনুযায়ী ওই রুটে চলা সব কয়টি ট্রেনই ছেড়েছে। তিনি বলেন, ২ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় ওই দুদিনের অগ্রিম কাটা টিকিট ফেরত দিয়ে যাত্রীরা সমপরিমাণ অর্থ নিয়ে গেছেন।
সিলেট রেলস্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, শনিবার বেলা সোয়া ১১টায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে এসেছে। শিডিউল অনুযায়ী বাকি ট্রেনও চলবে এই রেলপথে। ফেনীতে রেললাইন পানির নিচে থাকায় সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ স্থাপন হয়নি।
রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ৭১৭ নম্বর জয়ন্তিকা এক্সপ্রেস, ৭৭৩ নম্বর কালনী এক্সপ্রেস, ৭৩৯/৭৪০ উপবন এক্সপ্রেস এবং ১০ নম্বর সুরমা মেইল পরিচালনা করা হবে। প্রবল পানির স্রোতের কারণে রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকাসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফেনীতে রেললাইন পানির নিচে থাকায় এখনও চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে।
রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী যুগান্তরকে বলেন, রেলের কোনো কোনো সেকশন লাইন থেকে বন্যার পানি নেমে যাচ্ছে। কোথাও আবার লাইনের ওপর এখনও পানি বইছে। ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল কবে শুরু করা যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের লোকবল মাঠ পর্যায়ে রয়েছে। পানি কমে গেলে, লাইন পরিদর্শনের মাধ্যমে ট্রেন চালানো সম্ভব হবে।
