যুদ্ধবিরতির খুশিতে গাজায় মিষ্টি বিতরণ, দেখুন ছবিতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি যেন ঈদের আনন্দ বয়ে এনেছে গাজায়। সেই খুশিতে মিষ্টি বিতরণ করছেন গাজাবাসী।

গাড়ির ভেতরে বসে ‘বিজয় চিহ্ন’ দেখাচ্ছেন দুই নারী।

নুসেইরাত শরনার্থী শিবিরে পতাকা উড়িয়ে উল্লাস করছে তরুণীরা।

ফাস্ট এইড ও সিভিল ডিফেন্স কর্মীরাও উচ্ছ্বসিত।

জরুরি সেবাদান কর্মীরাও উদযাপনে শামিল হয়েছেন।

গলায় মাফলার, হাতে ফিলিস্তিনের পতাকা। আনন্দে মেতেছেন বয়স্ক ব্যক্তিরাও

গাজার দেইর-এলে-বালাহ এলাকায় জনতার উল্লাস

হাসিমুখে তল্পিতল্পা নিয়ে নীড়ে ফিরছেন খান ইউনিসের এক বাসিন্দা।