৩০০ বছরের পুরনো শুঁটকি মেলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী কুলিনকুন্ডা শুঁটকি মেলা। শত বছরের ঐতিহ্যের ধারক এ মেলায় নেই কৃত্রিম আনুষ্ঠানিকতা। আছে শেকড়ের গভীরে লালিত প্রাণের স্পন্দন। ছবি : নাসিরনগর প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পিএম




এক এক বছর করে চলে গেল ৩০০ বছর। তবুও থেমে নেই ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছরের বৈশাখে বসা এ মেলায় শুঁটকির পরসা সাজিয়ে বাসে দূরদুরান্ত থেকে আসা দোকানিরা। মেলার শুরু দিকে পণ্য বিনিময়ের মাধ্যমে শুঁটকি মিললেও বর্তমানে টাকা দিয়েও কেনা যায় পণ্য। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে হওয়া ঐতিহ্যবাহী কুলিনকুন্ডা শুঁটকি মেলার।
শত বছরের ঐতিহ্যের ধারক কুলিনকুন্ডা শুঁটকি মেলায় নেই কৃত্রিম আনুষ্ঠানিকতা। আছে শেকড়ের গভীরে লালিত প্রাণের স্পন্দন।