-680a18441f702.jpg)
পেকেছে হাওড়ের বোরো ধান। কৃষক কৃষাণী ধাওয়ালীরা নেমে পড়েছেন ধান কাটায়। সুনামগঞ্জের তাহিরপুরের গুলগুলিয়া হাওড় থেকে ধাওয়ালীদের ধান কাটার ছবিটি তুলেছেন হাবিব সরোয়ার আজাদ, যুগান্তর প্রতিবেদন।
-680a1844b3f9c.jpg)
সুনামগঞ্জের তাহিরপুরের নোয়াল হাওড় থেকে পাকা বোরো ধান কেটে মহিষের গাড়িতে করে নিয়ে খলায় ফিরছেন কৃষক। সুনামগঞ্জের তাহিরপুরের নোয়াল হাওড় থেকে ছবিটি তুলেছেন হাবিব সরোয়ার আজাদ, যুগান্তর প্রতিবেদন।
-680a1844de331.jpg)
-680a18450caf0.jpg)
-680a1845329bc.jpg)
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ের সর্বশেষ সীমানা মধ্যনগরের মুক্তার খলা (বিল) হাওড় থেকে মাথায় করে ও কাঁধে ভার বয়ে বোরো ধান নিয়ে যাচ্ছেন কৃষকের খলায়। ছবিটি তুলেছেন হাবিব সরোয়ার আজাদ, যুগান্তর প্রতিবেদন।
-680a1845583bd.jpg)
ফলো করুন |
|
---|---|
সুনামগঞ্জের হাওড়ে চলছে বোরো ফসলি ধান কাটার উৎসব। এক ফসলি ধান কেটে, মারাই করে, শুকিয়ে গোলায় ধান ভরা নিয়ে এখন হাওড় তীরের কৃষক, কৃষাণী, ধাওয়ালী (শ্রমিকরা) অনেকটা ব্যস্ত সময় অতিবাহিত করছেন। হাওড়ে আবাদকৃত প্রায় ৬০ ভাগ বোরো ধান ইতোমধ্যে কাটা হয়ে গেছে। অবশিষ্ট ধান কাটতে আর সপ্তাহ খানেক সময় লাগতে পারে। সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর ঘুরে বিভিন্ন হাওরের ধান কাটার ছবিগুলো তুলেছেন হাবিব সরোয়ার আজাদ, যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর।