রেললাইনের ধারে ‘লালগালিচা’
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া রেলস্টেশন এলাকায় কৃষকরা মাঠের জায়গার অভাবে রেললাইনের পাশে শুকচ্ছেন মরিচ। দূর থেকে দেখলে মনে হয় যেন রেলপথের দুই পাশে লাল গালিচা বিছানো। ছবি তুলেছেন বিপুল আহমেদ।

এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৮:২৯ পিএম



ফলো করুন |
|
---|---|
রেলস্টেশনের চেনা দৃশ্য কেমন হয়? ট্রেন আসবে, হুইসেল বাজবে, যাত্রীদের ব্যস্ততা থাকবে এই তো? কিন্তু ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনে দাঁড়ালে সেই দৃশ্য মিলবে না। বরং মনে হবে, লালগালিচা বিছানো কোনো প্রান্তরে এসে পড়েছেন আপনি। সূর্যের আলোয় চকচক করছে রেললাইন, আর দুই পাশে সারি সারি লাল রঙে রাঙানো মরিচ।
প্রথম দেখায় মনে হবে- রেললাইনের দুপাশে কারা যেন লালগালিচা বিছিয়ে দিয়েছেন। একটু কাছে গেলেই বোঝা যায়- এ গালিচা আসলে গালিচা নয়, পাকা মরিচ। শুকাতে দেওয়া হয়েছে সারি সারি লাল মরিচ। পাকা মরিচের টুকরো টুকরো রং রেললাইনের পাশে যেন মিশে গেছে প্রকৃতির ক্যানভাসে।
মরিচ চাষে এ বছর ঠাকুরগাঁওয়ে বেশ ভালো ফলন হয়েছে। কিন্তু এত মরিচ শুকানো যাবে কোথায়? কৃষকেরা খুঁজে নিয়েছেন বিকল্প। স্টেশনের আশপাশ, এমনকি লাইনের মাঝেও মাদুর পেতে সাজিয়ে দিচ্ছেন লাল মরিচ। সূর্য যখন মাথার ওপর, তখন রেললাইনই হয়ে উঠছে তাদের রোদ-মাঠ।