প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দুঃখ দিয়ে ভুলে গেছো
দুঃখ নেই তাতে
হতেও তো পারতো এরচে বেশি ক্ষতি
হতে পারতো তুমি ডুবে গেছো
অথৈ জলে,
পথ হারিয়েছ গহীন কোথাও
হতে পারতো কোন রেললাইনে, ব্যস্ত সড়কে...
না, না..
এ আমি চাই না কখনো ভুলে।
এরচে বড় শান্তি কিসে
বেঁচে আছি একই আলো বাতাসে মিশে।
বেঁচে আছি হর্ষ বিষাদে
বেঁচে আছি অজানা দূরত্বে
তবুও
হঠাৎ বিষন্ন অবকাশে
কিছু স্মৃতি ভেসে আসে
জোছনার সফেদ স্রোতে
স্বপ্নেরা পাল তোলে বিপরীতে।
দুঃখ দিয়ে ভুলে গেছো দুঃখ নেই তাতে
কখনো কখনো অনন্ত সুখের এই অনন্ত বিচ্ছেদ।

