Logo
Logo
×

সাহিত্য

জীবনের চারিপাশ

Icon

এন এইচ কে মিঠু

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:২৭ পিএম

জীবনের চারিপাশ

জীবনের চারিপাশ আজ বড্ড মেঘাছন্ন 

কালো আঁধারে রয়েছে ঢেকে আজ জীবনঘেরা চারিপাশ,

চলছি একা নিভৃতে কালো আঁধারের মাঝে,একাকী জীবন।

হতাশায় ছন্নছাড়া আঁকড়ে রয়েছে আজ দেহমন। 

তবুও জীবন আশাছন্ন আমার এক পথ চলা।

চারিদিকে ছদ্মবেশী বহুরূপী মিথ্যের মাকড়শার মাঝে,

ক্ষণে ক্ষণে ক্ষতবিক্ষত হয়ে, হৃদয় যাচ্ছে দুমড়েমুচড়ে

 আঘাতে আঘাতে দেহমন আজ লৌহ-ইস্পাত।

ধীরে ধীরে নিজেও যেন যাচ্ছি হয়ে, সেই বহুরূপী। 

পাপের প্রেতাত্মা করছে ভড়,বিবেকের বেড়াজালে।

নিজেকেই যেনো চিনতে নাহি পারছি আজ।

নিষ্পাপ হয়েও রইলাম আমি, বন্দী কাঠগড়ায় 

কুচক্রীরা খুঁজে পেলো আজ,নিষ্পাপ দমানোর কাজ।

নিরপরাদ হয়েও আজ বড় অপরাধী।

যাদের দিলাম বুকভরা ভালোবাসা, তারাই হলো আজ পর।

সুখে দুঃখে ছিলাম পাশে,নেই তারা আজ আমার পাশে।

সময় বলে ছিলো এক কথা, বুঝলো না তারা আজ।

দিনের পরে রাত, রাতের পরে দিন আসবেই চিরকাল। 

চিৎকার করে কাঁদিতে পারিনা আমি,লোকালয়ের ভয়ে। 

মনখুলে বলিতে পারিনা আমি,

পরিস্থিতি ছিলোনা আমার অনুকূলে। 

হৃদয়ের  হৃদপিন্ডের মাংসগুলো, 

চিঁড়ে চিঁড়ে খাচ্ছে আমায়।

কিভাবে বোঝাবো জীবনের চারিপাশ, 

আজ আমার আকাশ মেঘাচ্ছন্ন।

একদিন আধার কেটে আসবে আলো

হৃদয় মাঝে সেদিন আর জ্বলবে না, মমতায় ঘেরা স্পর্শ।

কবিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম