প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এই সম্পর্কের কোনো নাম নেই,
তবুও প্রতিটি
অনুভবে তুমি!
ভোরের আলো যখন
চোখে পড়ে,
সকালের শুরু তুমি!
চিন্তাভাবনার
পথচলায়,
যেখানে দেখি-তুমিই
ছায়া!
আমার নিঃশ্বাসে, নিঃশ্বাসে,
তুমি ভুল করে
আসা অক্সিজেন!
এই তো আমি,
নিজের মতোই,
তবুও প্রতিটি
মুহূর্তে ডুবে থাকি তোমাতে!
তুমি নেই পাশে,
নেই সাথেও,
তবুও হৃদয় বলে—তুমি
আছো।
ভালোবাসা? না,
সে শব্দে বাঁধা যাবে না!
বন্ধুত্ব? তাও
নয়, সে পরিচয় মিথ্যে লাগে!
সময়ের ঘরে বসে
কেবল অনুভব করি,
তুমি আছো, শুধু
নামটা নেই।
এই সম্পর্ক
দাবি করে না কিছুই,
চায় না কোনও
স্বীকৃতি কিংবা কোন নাম!
তবুও এত গভীর,
এত নিঃশব্দ!
যেন আত্মার
এক নিভৃতে বসবাস করে
লেখক
ইশরাত হাসান
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
