কবিতা আবৃত্তি করছেন কবি আবদুল হাই শিকদার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মৃতদের দেশে একজন জীবিত মানুষ দেখেছিলাম/তার প্রশস্ত দুটো হাত ছিল পৃথিবীর দুদিকে প্রসারিত/ টান টান বুক ছিল, বুকে ছিল কোটি সাহসের ঢেউ/সে জীবন কেড়ে নিল/অস্ত্রধারী মৃতদের কেউ...। জুলাই চেতনার আলোকে রচিত কবিতার আসরে রক্তাক্ত জুলাই অভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জুলাই জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে কবিতা পাঠের আসর ‘রক্তাক্ত জুলাই’ অনুষ্ঠানে অর্ধশতাধিক কবিতা আবৃত্তি করেন ক্লাবের সদস্য কবিরা।
বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তি করেন- যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, কবি রফিক লিটন, মাহবুবা চৌধুরী, আতাহার খান, কাজিম রেজা ও তারিফ রহমান।
আরও আবৃত্তি করেন- সায়ীদ আবদুল মালিক, শামীমা চৌধুরী, অঞ্জন রহমান, হাবিব সরকার, মজিদুর রহমান বিশ্বাস, ইলিয়াস হোসাইন, জুননু রাইন, সৌরভ জাহাঙ্গীর কামার ফরিদ, রফিক মুহাম্মদ, নাজমুল হাসান, মেহেদী হাসান পলাশ, নুরুল ইসলাম খান, শাহীন চৌধুরী, নূর আল ইসলাম, নুরুল ইসলাম খোকন, আ বা ম ছালাউদ্দিন, শাহীন রিজভী, শান্তা মারিয়া, জামাল উদ্দিন বারী, বজলুর রায়হান, খান কাওসার কবীর, আতিকুল ইসলাম, মাহবুব হাসান, সোহরাব হাসান, মাহমুদ শফিক, রফিক হাসান, জাহাঙ্গীর ফিরোজ, আহমদ মতিউর রহমান, জান্নাতুল ফেরদৌস পান্না, সালাম ফারুক, মোস্তফা মজিদ, বিউটি আক্তার হাসু প্রমুখ। জুলাই নিয়ে গান গেয়ে শোনান আমিরুল মোমিনীন মানিক।
জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কবি জাকির আবু জাফর।
