Logo
Logo
×

অন্যান্য

‘আসন সমঝোতা ঘিরে শরিকদের অনাস্থা বাড়তে দেওয়া যাবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

‘আসন সমঝোতা ঘিরে শরিকদের অনাস্থা বাড়তে দেওয়া যাবে না’

ছবি: যুগান্তর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোনো অবকাশ নেই। ১৭ বছর ধরে যে নির্বাচনের অপেক্ষা করা হচ্ছে, সেই নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। আগামী নির্বাচন বিতর্কিত হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাইফুল হক বলেন, নির্বাচনে আসন সমঝোতাকে কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে যে অবিশ্বাস-অনাস্থা তৈরি হয়েছে, তাকে আর বাড়তে দেওয়া যাবে না। তিনি বলেন- রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলনের শরিকদের ঐক্যকে ধরে রাখা দরকার।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের আরপিও’র বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক এ নিয়ে আশঙ্কাও প্রকাশ করেন। তার ভাষ্য, এর ফলে নির্বাচনে টাকার খেলা আরও বৃদ্ধি পাবে এবং আগামী সংসদে বিত্তবান ও ব্যবসায়ীদের আধিপত্য দেখা যাবে।

তিনি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ-তেই ভোট দেবে।একই সঙ্গে তিনি দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদাত্ত আহ্বান জানান।

সাইফুল হক বলেন, গণভোটে উত্থাপিত প্রশ্নগুলোর ধরন নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে ‘হ্যাঁ’ সূচকেই ভোট দেওয়া প্রয়োজন। তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেওয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার সাংগঠনিক জেলাগুলোতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেই প্রচারণা চালাবে।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।

আকবর খান বলেন, ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচনের সামনে এখনও বহু ঝুঁকি রয়েছে। সরকারের উচিত হবে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সবাইকে আস্থায় নিয়ে নির্বাচন নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক বিতর্ক ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে; তবে তাকে জবর-দখল ও সহিংসতায় নেওয়া যাবে না।

মোফাজ্জল হোসেন মোশতাক জানান, পার্টির ঢাকা মহানগর কমিটি গণভোটে ‘হ্যাঁ’-এর টানা প্রচার অভিযান অব্যাহত রাখবে।

সমাবেশের পর পার্টির নেতাকর্মীদের একটি মিছিল ঢাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম