কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচন করবেন কিনা, জানালেন আসিফ মাহমুদ
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে আমার নির্বাচনের পরিকল্পনা নেই। আমার অজান্তেই কর্মী সমর্থকরা ওই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি ওই আসন থেকে নির্বাচন করব না।
শনিবার (২৭ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্থানীয়রা জানায়, মুরাদনগরে আসিফ মাহমুদ সাংগঠনিক কোনো ভিত্তি তৈরি করতে পারেননি। এতে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিস্থিতি তার নেই।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ নিজেই আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার কথা বলেন। আমরা সে অনুযায়ী ফরম সংগ্রহ করি। এখন দেখি তিনি ১০০ কিলোমিটার গতিতে ইউটার্ন করেছেন। এখানে আমাদের কিছু করার নাই।
এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমার কর্মী সমর্থকরা আবেগে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখানে আমার সম্মতি ছিল না। এলাকার মানুষজন চায়, আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই তারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০ থেকেই প্রার্থী হচ্ছি।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। ওই আসনেরই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন।
গত ১২ই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে নির্বাচনের তফশিল ঘোষিত হওয়ার আগের দিন ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
