একদিনে সাড়ে ৩ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছেন তাসনিম জারা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ এএম
ছবি: ফেসবুক
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন তাসনিম জারা। প্রার্থী হওয়ার জন্য তার নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন। যা সংখ্যায় প্রায় ৫ হাজার।
রোববার (২৮ ডিসেম্বর) এ লক্ষ্যে সকাল থেকে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন তিনি। একদিনেই প্রায় সাড়ে তিন হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন তিনি।
রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তাসনিম জারা। তিনি বলেছেন, আমরা সকাল থেকে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে আরও ১৫০০ স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
তিনি লেখেন, সারাদিন স্বাক্ষর গ্রহণ শেষে মাত্র বাসায় ফিরলাম। আরও ১৫০০ স্বাক্ষর প্রয়োজন। আগেই বলেছিলাম এত অল্প সময়ে ৫০০০ স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তবে আপাদের সহযোগিতায় সেটা সম্ভব হওয়ার পথে।
ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে তাসনিম জারা বলেন, সোমবার সকাল ৭টায় আবার বুথে থাকবে। দুপুর ১২টার মধ্যে এই সাক্ষরগুলি সংগ্রহ করতে হবে। না হলে এই নির্বাচনে প্রার্থী হতে পারবো না। অনুগ্রহ করে আসবেন।
তিনি জানান, সকাল থেকে দুইটি বুথ কাজ করবে। এরমধ্যে বুথ ১: খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন, ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে। বুথ ২: বাসাবো বালুর মাঠ, সবুজবাগ।
এছাড়াও সেচ্ছাসেবকরা আগ্রহীদের বাসায় বাসায় গিয়ে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করবেন বলে জানান তিনি।
এর আগে শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।
