Logo
Logo
×

অন্যান্য

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদের নেতৃত্বে এনসিপি নেতাদের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পিএম

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদের নেতৃত্বে এনসিপি নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছে।

বুধবার (১৬ এপ্রিল) এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকের এ তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হাইকমিশন আরও জানায়, বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের সমর্থন এবং গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পথ নিয়ে যাওয়া নিয়ে তারা আলোচনা করেন।

এর আগে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মঙ্গলবারের বৈঠকে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রেক্ষাপটে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

‘ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ’ তাদের ফেসবুক পেজে এক পোস্টে মঙ্গলবারের বৈঠকের কথা জানায়।এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন— বৈঠকে যোগ দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

ডা. তাসনিম জারা লেখেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আটটি সদস্য রাষ্ট্র— স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত।

ইউরোপীয় ইউনিয়নের ফেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে লেখা হয়, নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে আজ (মঙ্গলবার) মতবিনিময় হয়েছে। এতে এনসিপির দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার, পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ইইউয়ের সমর্থন নিয়ে আলোচনা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম