Logo
Logo
×

অন্যান্য

‘কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম

‘কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত। তিনি শোষিত-বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের চেতনার বাতিঘর। ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা সাম্যবাদী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছে। তার সাহিত্য, সংগীত, নাটক, গজল ও প্রবন্ধ সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং মুসলিম জাতিসত্তার বিকাশে দিয়েছে অনন্য অবদান।

ডা. ইরান আরও বলেন, নজরুলের কবিতা ও গানে মানবতার প্রতি প্রেম, দয়া, মায়া ও ভালোবাসার আহ্বান উঠে এসেছে। নতুন প্রজন্মকে নজরুলকে নতুনভাবে চিনতে হবে এবং তার রচনাবলীকে বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় তুলে ধরতে হবে। ইনসাফ, সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনের সংগ্রামে তার চেতনা হতে পারে দিশারির মতো।

আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মাগফেরাত কামনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি এস সোহেল মাহমুদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা মহানগর সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, সদস্য এনামুল হক আকন্দ, মো. আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ রেদোয়ান আহমেদ, মো. রেদোয়ান সাকিব, ঢাকা মহানগর আহ্বায়ক রায়হান উদ্দিন সনি ও সদস্য পারভেজ আহমেদ প্রমুখও উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম