Logo
Logo
×

রাজনীতি

ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে: প্রিন্স

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা বিরোধীরা আজকে বিজয়ী হয়েছে। এটা বিজয় নয়, ছাত্র-জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্র আমরা আগেই অনুমান করেছিলাম কিন্তু ধরতে পারিনি। নিয়ন্ত্রণ করতে পারিনি, এটা আমাদের সীমাবদ্ধতা, এটা বাস্তবতা। গতকাল ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, গণহত্যাকারী, গণশত্রু আওয়ামী লীগ বিগত ১৬ বছরে জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। লুটপাট-দুর্নীতি করে দেশে-বিদেশে অবৈধ সম্পদের মালিক হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত। আর এই হাতে হাত মিলিয়েছে জামায়াত। এই সখ্যতা তাদের নতুন নয়। ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে হাতে হাত মিলিয়ে জামায়াত আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। আজ সেই জামায়াত যাদের নেতাদের ফাঁসি দিতে দ্বিধা করে নাই, তাদের সঙ্গে আজকে হাত মিলিয়েছে ক্ষমতার লোভে।

উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভীন ববি, তাহমিনা বেগম রিপা, নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, সালেহা আক্তার, সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, যুগ্ম সম্পাদক ফেরদৌসি জাহান সুপ্তি, সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর দলীয় কার্যালয় থেকে উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম