তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দিল জামায়াত
যশোর ব্যুরো
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক আমির ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন খান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
সভা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার তিন শতাধিক নারীকে একটি করে শাড়ি উপহার দেওয়া হয়।
সভায় জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ বলেন, আমরা এই শাড়ি আপনাদের কোনো অনুদান হিসেবে দিচ্ছি না। আমরা ভাই হিসেবে বোনেদের উপহার প্রদান করছি। আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটুকু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসে তাহলে রাষ্ট্রীয়ভাবেও আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
