Logo
Logo
×

রাজনীতি

বিএনপি হত্যার রাজনীতি করে না: গয়েশ্বর রায়

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম

বিএনপি হত্যার রাজনীতি করে না: গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় সংসদে ওবায়দুল কাদের বলেছিলেন-আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে সরে যাবে তখন এক লাখ লোক মারা যাবে। তোফায়েল আহমেদও সংসদে বলেছিলেন, আওয়ামী লীগ না থাকলে দুই লাখ লোক মারা যাবে। তারা ক্ষমতা হারানোর পর এমন কিছুই হয়নি। বিএনপি হত্যার রাজনীতি করে না।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় শ্রী শ্রী মা রক্ষা কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে কেরানীগঞ্জে দেখেছি, ইউএনও অফিসে এক কোটি টাকা অনুদান আসলে ৫০ লাখ নাই হয়ে যেত। সরকারি মালামাল আসলে অর্ধেক তারা মানুষের কাছে বিক্রি করত, আর অর্ধেক নিজেরা ভাগাভাগি করে নিতো। আর আমরা প্রতি রমজানে ইফতার সামগ্রী দিয়েছি। ঈদে আমাদের সামর্থ্য অনুযায়ী সেমাই, দুধ, চিনিসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। আমরা মানুষের মুখের আহার ও তাদের টাকা পয়সা কেড়ে নেইনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম