মিলাদ পড়ে ‘নির্বাচনি বিসমিল্লাহ’ করছেন ওসমান হাদি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে আসন্ন নির্বাচনের প্রচারণা শুরু (নির্বাচনি বিসমিল্লাহ) করবেন বলেও জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ওসমান হাদি।
পোস্টে এই ছাত্রনেতা বলেন, ‘শুক্রবার বিকাল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে আবহমান বাংলার মিলাদ পড়ে নির্বাচনি বিসমিল্লাহ করব আমরা। তবারকে থাকবে ঐতিহ্যবাহী বাতাসা। আপনাদের সবাইকে দাওয়াত। আগামী সপ্তাহ শুধু আপনাদের পরামর্শ নোট করতে থাকব।’
এই পোস্টের সঙ্গে নিজের ছবি সম্বলিত একটি নির্বাচনি প্রচারণা কার্ড যুক্ত করেন হাদি।
তাতে লেখা আছে, আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শরিফ ওসমান হাদি আপনাদের দোয়া ও পরামর্শ প্রত্যাশী।
এদিকে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে থাকবেন বলেই ইঙ্গিত দিয়েছেন ওসমান হাদি।
এদিন বেলা ১১টার দিকে দেওয়া আরেক পোস্টে হাদি বলেন, ‘আজ বিকাল ৪টায় শাহবাগে মিলাদ, গীত ও বাতাসার দাওয়াত’। সঙ্গে একটা সাদা লাভ ইমোজি যুক্ত করে দেন তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে হাদি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সেই পোস্টে তিনি বলেন, ‘ঢাকা-৮-এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনী জার্নির বিসমিল্লাহ বলব। আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকালে আপনাদের পরামর্শ শোনার জন্য ঢাকা-৮-এর অলিগলিতে হাঁটব।’


