Logo
Logo
×

জামায়াত

গ্যাস সংকট সমাধানে জামায়াতের গণস্বাক্ষর কর্মসূচি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

গ্যাস সংকট সমাধানে জামায়াতের গণস্বাক্ষর কর্মসূচি

রাজধানীর মানিকনগর এলাকায় গ্যাসের সংকট সমাধান ও রাস্তা সংস্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন মুগদা থানার আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। 

শুক্রবার মানিকনগর পুকুরপাড় কেন্দ্রীয় মসজিদের পাশে সপ্তাহব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মুগদা পশ্চিম থানা জামায়াতের আমির মতিউর রহমান আকন, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও থানা কর্মপরিষদের সদস্য সেলিম রেজা, ইমদাদুল হক, আব্দুর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে মতিউর রহমান আকন বলেন, মানিকনগর একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। অথচ এই এলাকায় সব সময় গ্যাসের সংকট থাকে। নিয়মিত সংকটের কারণে সব শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই সমস্যা সমাধান করা সরকারের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, গ্যাস সংকটের বিষয়টি সরকার দ্রুত সমাধান করবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা নষ্ট হয়ে গেছে। রাস্তায় ছোট-বড় খানাখন্দ রয়েছে। বৃষ্টি হলে এই রাস্তায় চলাচল করা যায় না। এই রাস্তাও সংস্কার করা প্রয়োজন। 

শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচি চলে বিকাল ৫টা পর্যন্ত। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মানিকনগর ও এর আশপাশ এলাকার বসবাসকারী সব শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা গ্যাস সংকট সমাধানের দাবি জানান, অন্যথায় এলাকার জনগণকে নিয়ে মানববন্ধন ও জনসমাবেশের মতো কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম