‘এনসিপির অধিকাংশ নেতা নুরুল হক নুরের শিষ্য’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এনসিপির অধিকাংশ নেতা গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুরের শিষ্য বলে দাবি করেছেন দলটির জিওপি’র উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেছেন, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামগ্রিক বাস্তবতায় দুই দলের ঐক্য হলে নুরুল হক নুরের নেতৃত্বেই হওয়া উচিত।
এক ফেসবুক পোস্টে আবু হানিফ উল্লেখ করেন, জিওপি নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং সারা দেশে অসংখ্য নেতা-কর্মী রয়েছে দলটির। গণঅভ্যুত্থানের পর গত এক বছরে দলীয় নেতা-কর্মীদের নামে কোনো চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ নেই বরং ক্লিন ইমেজের কারণে তরুণদের প্রতিনিধিত্বকারী দলটি এই মুহুর্তে সবচেয়ে সম্ভাবনাময়ী দল। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা কোনো দলে যোগ দেবে না।
বাংলাদেশে ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে জন্ম নেওয়া দল গণঅধিকার পরিষদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের তরুণ নেতৃত্ব থেকে গড়ে ওঠে এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বলে জানিয়ে তিনি আরও বলেন, এর আগে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে তরুণরা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন করেছে।
তিনি আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের রাজনৈতিক চিন্তাভাবনা গণঅধিকার পরিষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। তাই দুই দলের ঐক্য নিয়ে আলোচনা চলছে। তরুণদের এই দুটি শক্তি এক হলে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তবে আবু হানিফ স্পষ্ট করে বলেন, ঐক্যের অর্থ এই নয় যে, নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে আরেক দলে যোগ দেওয়া হবে।
