Logo
Logo
×

রাজনীতি

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান। নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিদেশে অবস্থানের কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারা অনুসারে দলের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন। 

এর আগে ফারুক হাসান গণঅধিকার পরিষদে মুখপাত্র হিসেবে যোগ দেন। তিনি উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতির পদমর্যাদায় ছিলেন। দলটির সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে এই পদে মনোনীত করেন।

ফারুক হাসান আনুষ্ঠানিকভাবে গত বছরের ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পরিষদে যোগ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম