মৌলবাদী শক্তি ক্ষমতায় এলে দেশের ভবিষ্যৎ অন্ধকার: বুলু
নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, বাংলাদেশে মৌলবাদী শক্তি ক্ষমতায় আসলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। এক সময় ভারত ছিল একটি অসাম্প্রদায়িক দেশ, এখন সেই চেহারা বদলে গেছে।
তিনি বলেন, ভারতের মতো বাংলাদেশেও যদি মৌলবাদীরা ক্ষমতায় আসে, তাহলে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। তখন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেখানে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরকত উল্যাহ বুলু বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা রক্ষা করতে হবে। বাংলাদেশে যদি মৌলবাদীরা ক্ষমতায় আসে তাহলে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করতে হবে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে দিনভর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব মহসিন আলমসহ বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলার ২৬টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের মাঝে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
