Logo
Logo
×

রাজনীতি

জনগণ সুযোগ দিলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে: হেলাল উদ্দিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

জনগণ সুযোগ দিলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে: হেলাল উদ্দিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীরএডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণ সুযোগ দিলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী চার দফার ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবা। জামায়াতে ইসলামী দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারণ ইসলামের শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানুষ হিসেবে প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা লাভ করবে।

ড. হেলাল উদ্দিন বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি জামায়াতে ইসলামী করেনি, করবে না। জামায়াতে ইসলামী মানুষের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ববোধ মনে করে। রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের উন্নয়নে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আগামীতে জনগণের সমর্থনে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এজন্য জনগণ আমাদেরকে সুযোগ দিলে আমরা জাতিকে একটি বৈষম্যহীন আধুনিক কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিবো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ’র পরিচালনায় ও থানা সেক্রেটারি ইমাম হোসেনের ব্যবস্থাপনায় আরামবাগ হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম